- Joined
- Jan 3, 2023
- Threads
- 647
- Comments
- 790
- Reactions
- 6,877
- Thread Author
- #1
তাক্বদীরের ভালো-মন্দের প্রতি অবিচল বিশ্বাস রাখা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। সেকারণে অল্পেতুষ্ট না থাকা তাকদীরের প্রতি অসন্তুষ্টির নামান্তর। যারা নির্ধারিত রিযিক পেয়েও অসন্তুষ্ট হয়, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট ও ক্রুব্ধ হন। রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন :
“নিশ্চয়ই বড় পরীক্ষায় বড় প্রতিদান রয়েছে। আল্লাহ যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদের পরীক্ষা করেন। সুতরাং যে ব্যক্তি (সেই পরীক্ষায় নিপতিত হয়ে) সন্তুষ্ট থাকে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি তাতে অসন্তুষ্ট হয়, আল্লাহ তার প্রতি নাখোশ হন।” — ইবনু মাজাহ : ৪০৩১; মিশকাত : ১৫৬৬ (হাসান)
সুতরাং যারা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রিযিক পেয়ে অসন্তুষ্ট হবে, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট ও রাগান্বিত হবেন।
ইমাম সুফইয়ান ছাওরী (৯৭-১৬১ হি.) বলেন, তিনটি ব্যাপারে আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থাকো :
(১) আল্লাহ তোমাকে যা আদেশ করেছেন, তা পালনে কমতি করো না।
(২) আল্লাহ তোমার তাক্বদীরে যা কিছু বণ্টন করেছেন, তাতে তুষ্ট থাকো; অসন্তুষ্ট হয়ো না।
(৩) তোমার রবের কাছে দুনিয়ার কোন কিছু চাওয়ার পর তা না পেলে তাঁর প্রতি রাগান্বিত হয়ো না। — যাহাবী, সিয়ারু আলামিন নুবালা : ৭/২৪৪
— অল্পেতুষ্টি : জীবনের প্রশান্তি, আব্দুল্লাহ আল মারূফ; হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
“নিশ্চয়ই বড় পরীক্ষায় বড় প্রতিদান রয়েছে। আল্লাহ যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদের পরীক্ষা করেন। সুতরাং যে ব্যক্তি (সেই পরীক্ষায় নিপতিত হয়ে) সন্তুষ্ট থাকে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি তাতে অসন্তুষ্ট হয়, আল্লাহ তার প্রতি নাখোশ হন।” — ইবনু মাজাহ : ৪০৩১; মিশকাত : ১৫৬৬ (হাসান)
সুতরাং যারা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রিযিক পেয়ে অসন্তুষ্ট হবে, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট ও রাগান্বিত হবেন।
ইমাম সুফইয়ান ছাওরী (৯৭-১৬১ হি.) বলেন, তিনটি ব্যাপারে আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থাকো :
(১) আল্লাহ তোমাকে যা আদেশ করেছেন, তা পালনে কমতি করো না।
(২) আল্লাহ তোমার তাক্বদীরে যা কিছু বণ্টন করেছেন, তাতে তুষ্ট থাকো; অসন্তুষ্ট হয়ো না।
(৩) তোমার রবের কাছে দুনিয়ার কোন কিছু চাওয়ার পর তা না পেলে তাঁর প্রতি রাগান্বিত হয়ো না। — যাহাবী, সিয়ারু আলামিন নুবালা : ৭/২৪৪
— অল্পেতুষ্টি : জীবনের প্রশান্তি, আব্দুল্লাহ আল মারূফ; হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
Last edited: