অল্পেতুষ্টির স্তর

Golam RabbyVerified member

Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
647
Comments
790
Reactions
6,877
যারা জান্নাতের আকাঙ্ক্ষা করে, তারা অম্লেতুষ্ট থাকার চেষ্টা করে। কিন্তু ঈমানের তারতম্য অনুযায়ী তাদের অল্পেতুষ্টিতে প্রভেদ রচিত হয়। সবাই একই পর্যায়ের অল্পেতুষ্ট থাকতে পারে না; বরং এর কয়েকটি স্তর রয়েছে। ইমাম মাওয়ার্দী (৩৬৪-৪৫০ হি.)-এর মতে, অল্পেতৃষ্টির কিছু স্তর আছে। কেউ উঁচু পর্যায়ের অল্পেতুষ্ট, আবার কেউ তার চেয়ে নীচু পর্যায়ের অল্পেতুষ্ট। তিনি বলেন,

অল্পে তুষ্টির তিনটি স্তর রয়েছে :

১. দুনিয়ার যৎসামান্য সম্পদে পরিতুষ্ট থেকে বাকী সকল পার্থিব সম্ভার থেকে অন্তরকে নির্মোহ রাখা এবং সম্পদের আধিক্যকে অপসন্দ করা। এটা সর্বোচ্চ পর্যায়ের 'কানা'আত' বা অল্পেতুষ্টি।

২. যতটুকু সম্পদ প্রয়োজন কেবল ততটুকুতেই ক্ষান্ত থাকা এবং এর অতিরিক্ত সম্পদ ও আধিক্যের লোভ দমন করে রাখা। এটা মধ্যম পর্যায়ের অল্পেতুষ্টি।

৩. জীবন ধারণের জন্য সম্পদ সমান্য হলেও সে ব্যাপারে অভিযোগ না করা। কিন্তু প্রয়োজনের চেয়েও যদি অধিক সম্পদ হস্তগত হয়,তাহলে সেটাকে খারাপ মনে না করা। এটা সর্বনিম্ন পর্যায়ের অল্পেতুষ্টি। কেননা এই পর্যায়ে ভয় ও আগ্রহ উভয়ের সংমিশ্রণ ঘটে। আর আগ্রহ হল প্রয়োজনের চেয়ে অধিক সম্পদ প্রাপ্তিকে অপসন্দ না করা।

— আল-মাওয়ার্দী, আদাবুদ দুন্‌ইয়া ওয়াদ্দীন (লেবানন : দারু মাকতাবাতিল হায়াত, ১৯৮৬ খৃ.) পৃ: ১২৬-১২৭
— অল্পেতুষ্টি : জীবনের প্রশান্তি, আব্দুল্লাহ আল মারূফ, হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top