- Joined
- Jan 3, 2023
- Threads
- 756
- Comments
- 903
- Reactions
- 7,997
- Thread Author
- #1
একজন মানুষ কিভাবে বুঝবে যে, সে অঙ্কেতুষ্ট আছে কি না? তার আলামত ও লক্ষণ কি? হ্যাঁ! সালাফগণ অল্পেতুষ্টির আলামত নিয়েও আলোচনা করেছেন। ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেন, অল্পে তুষ্টি (দুনিয়া বিমুখতা) একই সূত্রে গাঁথা। যাহেদ ও অল্পেভুষ্ট ব্যক্তির কতিপয় আলামত আছে। যেমন :
১. সে তার অর্জিত সম্পদ নিয়ে অতি উৎফুল্ল হবে না। আবার যা পায়নি, তার জন্য দুশ্চিন্তাও করবে না।
২. তার সহায়-সম্পদ কখনো তাকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করবে না; বরং পার্থিব কাজে জড়িয়ে পড়লেও তার হৃদয় সর্বদা আল্লাহর ভালোবাসায় ভরপুর থাকবে।
৩. তার পার্থিব আশা-আকাঙ্ক্ষা খুবই কম হবে। দুনিয়ার দীর্ঘ আশা-প্রত্যাশা নিয়ে সে কখনো বুঁদ হয়ে থাকবে না।
৪. তার সম্পদ কম হলেও আল্লাহর পথে দান-ছাদাক্বাহ করতে সে কখনো কৃপণতা করবে না এবং অল্প সম্পদের দোহাই দিয়ে ছাদাক্বাহ করা থেকে নিজেকে নিবৃত্ত রাখবে না।
— কুরতুবী, কামউল হিরছি বিষ যুহদি ওয়াল ক্বানা'আত, তাহক্বীক্ব : মাজদী সাইয়েদ ইবরাহীম (তানত্বা, মিসর: মাকতাবাতুছ ছাহাবা, ১ম প্রকাশ, ১৪০৮টি/১৯৮৮খৃ.), ৩য়
খণ্ড, পৃ. ১৮
— অল্পেতুষ্টি : জীবনের প্রশান্তি, আব্দুল্লাহ আল মারূফ, হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
১. সে তার অর্জিত সম্পদ নিয়ে অতি উৎফুল্ল হবে না। আবার যা পায়নি, তার জন্য দুশ্চিন্তাও করবে না।
২. তার সহায়-সম্পদ কখনো তাকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করবে না; বরং পার্থিব কাজে জড়িয়ে পড়লেও তার হৃদয় সর্বদা আল্লাহর ভালোবাসায় ভরপুর থাকবে।
৩. তার পার্থিব আশা-আকাঙ্ক্ষা খুবই কম হবে। দুনিয়ার দীর্ঘ আশা-প্রত্যাশা নিয়ে সে কখনো বুঁদ হয়ে থাকবে না।
৪. তার সম্পদ কম হলেও আল্লাহর পথে দান-ছাদাক্বাহ করতে সে কখনো কৃপণতা করবে না এবং অল্প সম্পদের দোহাই দিয়ে ছাদাক্বাহ করা থেকে নিজেকে নিবৃত্ত রাখবে না।
— কুরতুবী, কামউল হিরছি বিষ যুহদি ওয়াল ক্বানা'আত, তাহক্বীক্ব : মাজদী সাইয়েদ ইবরাহীম (তানত্বা, মিসর: মাকতাবাতুছ ছাহাবা, ১ম প্রকাশ, ১৪০৮টি/১৯৮৮খৃ.), ৩য়
খণ্ড, পৃ. ১৮
— অল্পেতুষ্টি : জীবনের প্রশান্তি, আব্দুল্লাহ আল মারূফ, হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ