'অন্ধকার ও সংকীর্ণ কবর' একথা সর্বক্ষেত্রে সঠিক নয়। সবার কবরের পরিস্থিতি এক হবে না। যারা সত্যিকার ঈমান নিয়ে মারা যাবেন তাদের কবর অন্ধকার ও সংকীর্ণ থাকবে না; বরং তাদের কবর হবে আলোকিত ও প্রশস্ত। হাদীসে এসেছে, যারা কবরে তিনটি প্রশ্নের সঠিক জবাব দেবেন, তাদের দৃষ্টি যতদূর যাবে ততদূর অব্দি কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, তাদের কবরকে আলোকিত করা হবে এবং জান্নাত থেকে অজস্র নেয়ামত আসতে থাকবে। অপরপক্ষে যারা সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের কবরকে অত্যন্ত সংকীর্ণ করে দেওয়া হবে। কবরের দুই পাশের মাটি তাদের পিষে ফেলবে। ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে বেদম পেটাতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত তাদের বিভিন্ন শাস্তি চলতে থাকবে।১
১. সুনানু আবী দাউদ, ৪৭৫৩; জামি তিরমিযী, ১০৭১; মুসনাদ আহমাদ, ১৭৮০৩; হাদীসটি সহীহ