অনেক নারী তাদের জামার পিছন খোলা রেখে চেইন বা বোতাম ব্যবহার করে। যখন জামা পরে, তখন চেইন খুলে দেয়, যাতে পরতে সুবিধা হয়। আবার জামা খোলার সময় একই কাজ করে।

Joined
Jan 12, 2023
Threads
864
Comments
1,113
Solutions
20
Reactions
13,043
এরকম পোশাক ব্যবহারে কোনো আপত্তি নেই। তবে অমুসলিম নারীদের অনুকরণ করা উদ্দেশ্য হলে ভিন্ন হুকুম। অবশ্য বর্তমানে মুসলিম নারীরা এটি ব্যাপকভাবে ব্যবহার করছে, বিশেষ করে ছোটরা।
ইবাদত ছাড়া অন্যান্য বিষয়ে শরীআতের মূলনীতি হচ্ছে- বৈধতা, যতক্ষণ না কুরআন-সুন্নাহ দ্বারা হারাম সাব্যস্ত হয়। যেমন- বিভিন্ন রীতিনীতি, পারস্পরিক লেনদেন, খাবার-পানীয় ইত্যাদি। পক্ষান্তরে ইবাদতের ক্ষেত্রে শরীআতের মূলনীতি হচ্ছে- নিষিদ্ধতা, যতক্ষণ না কুরআন-সুন্নাহ দ্বারা বৈধতা সাব্যস্ত হয়।

মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী​


 
Last edited:
Similar threads Most view View more
Back
Top