Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,043
- Thread Author
- #1
এরকম পোশাক ব্যবহারে কোনো আপত্তি নেই। তবে অমুসলিম নারীদের অনুকরণ করা উদ্দেশ্য হলে ভিন্ন হুকুম। অবশ্য বর্তমানে মুসলিম নারীরা এটি ব্যাপকভাবে ব্যবহার করছে, বিশেষ করে ছোটরা।
ইবাদত ছাড়া অন্যান্য বিষয়ে শরীআতের মূলনীতি হচ্ছে- বৈধতা, যতক্ষণ না কুরআন-সুন্নাহ দ্বারা হারাম সাব্যস্ত হয়। যেমন- বিভিন্ন রীতিনীতি, পারস্পরিক লেনদেন, খাবার-পানীয় ইত্যাদি। পক্ষান্তরে ইবাদতের ক্ষেত্রে শরীআতের মূলনীতি হচ্ছে- নিষিদ্ধতা, যতক্ষণ না কুরআন-সুন্নাহ দ্বারা বৈধতা সাব্যস্ত হয়।
ইবাদত ছাড়া অন্যান্য বিষয়ে শরীআতের মূলনীতি হচ্ছে- বৈধতা, যতক্ষণ না কুরআন-সুন্নাহ দ্বারা হারাম সাব্যস্ত হয়। যেমন- বিভিন্ন রীতিনীতি, পারস্পরিক লেনদেন, খাবার-পানীয় ইত্যাদি। পক্ষান্তরে ইবাদতের ক্ষেত্রে শরীআতের মূলনীতি হচ্ছে- নিষিদ্ধতা, যতক্ষণ না কুরআন-সুন্নাহ দ্বারা বৈধতা সাব্যস্ত হয়।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
নারীর উপর কর্তব্য হলো, বেগানা পুরুষের সামনে মুখমণ্ডল এমনভাবে ঢেকে রাখবে, যাতে তার ত্বকের রং বুঝা না যায়, চাই এক স্তরের নিকাব ব্যবহার করে হোক, অথবা দুই বা ততোধিক স্তরের নিকাব ব্যবহার করে হোক।
যদি কাপড়টি এমন পুরু হয় যে, তার ত্বক বুঝা যাবে না, তাহলে এক স্তরই যথেষ্ট। আর যদি এক স্তর দিয়ে ভালোভাবে না ঢাকে, তাহলে দুই, তিন, চার স্তর পর্যন্ত ব্যবহার করতে হবে। মোদ্দাকথা, এমনভাবে ঢাকতে হবে, যাতে তার রং প্রকাশ না পায়। আর যদি রং বুঝা যায়, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়, যেমনটি কোনো কোনো নারীরা করে থাকে। মুখের উপর কোনো কিছু দিলেই চলবে, এমনটি উদ্দেশ্য নয়; বরং উদ্দেশ্য হলো, বেগানা পুরুষের সামনে ভালোভাবে...
যদি কাপড়টি এমন পুরু হয় যে, তার ত্বক বুঝা যাবে না, তাহলে এক স্তরই যথেষ্ট। আর যদি এক স্তর দিয়ে ভালোভাবে না ঢাকে, তাহলে দুই, তিন, চার স্তর পর্যন্ত ব্যবহার করতে হবে। মোদ্দাকথা, এমনভাবে ঢাকতে হবে, যাতে তার রং প্রকাশ না পায়। আর যদি রং বুঝা যায়, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়, যেমনটি কোনো কোনো নারীরা করে থাকে। মুখের উপর কোনো কিছু দিলেই চলবে, এমনটি উদ্দেশ্য নয়; বরং উদ্দেশ্য হলো, বেগানা পুরুষের সামনে ভালোভাবে...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন
Last edited: