পোশাক, সাজসজ্জা ও ছবি অনেক নারীকে তাদের ভ্রুর চুল উঠিয়ে ফেলতে অথবা ছেঁটে হালকা করতে দেখা যায়। সৌন্দর্যের উদ্দেশ্যে এরূপ করার হুকুম কী?

Joined
Jan 12, 2023
Threads
864
Comments
1,113
Solutions
20
Reactions
13,042
উক্ত মাসআলাটির দুটি দিক রয়েছে: প্রথমত, যদি সম্পূর্ণ উপড়িয়ে ফেলে, তাহলে সেটি হারাম এবং কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত। কারণ, ভ্রুর চুল উৎপাটনকারীকে আল্লাহর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন। দ্বিতীয়ত, যদি হালকা করার জন্য ছাঁটে, তাহলে সে অভিশপ্তদের অন্তর্ভুক্ত হবে কিনা সে বিষয়ে বিদ্বানদের মধ্যে মতভেদ রয়েছে। তবে উত্তম হলো, না ছাঁটা।

তবে যদি কোনো নারীর অস্বাভাবিক কোনো জায়গায় চুল গজায়, যেমন: কোনো নারীর যদি গোঁফ অথবা দাড়ি গজায়, তাহলে সেটি উৎপাটন করতে কোনো বাধা নেই। কারণ, দাড়ি বা গোঁফ নারীদের জন্য স্বাভাবিক নয়, বরং তাদের সৌন্দর্য বিকৃত করে।

ভ্রু সাধারণত পাতলা হয়, আবার ঘনও হয়। সুতরাং যে জিনিসটি সচরাচর দেখা যায়, সেটিতে হস্তক্ষেপ করা সমীচীন নয়। কারণ, মানুষ এটিকে খুঁত হিসেবে বিবেচনা করে না, বরং থাকা না থাকা উভয়টি সৌন্দর্য বলে গণ্য করে। অতএব ভ্রু ঘন হওয়া এমন কোনো খুঁত না যে, মানুষকে তা উপড়ে ফেলতে হবে।

মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী​

 
Last edited:
Back
Top