উত্তর : রাসূল (ﷺ) অধিক বিনয় প্রকাশের জন্য মাটিতে বসে খেতেন। যেমন তিনি বলেন, আমি খাই যেভাবে গোলাম খায়। আমি বসি যেভাবে গোলাম বসে (শারহুস সুন্নাহ; মিশকাত হা/৫৮৩৬; সহীহাহ হা/৫৪৪)।
তিনি জনৈক ব্যক্তিকে বলেন, আমি হেলান দিয়ে খাবার গ্রহণ করি না (বুখারী হা/৫৩৯৮; মিশকাত হা/৪১৬৮)।
তবে এটা অভ্যাসগত সুন্নাতের অন্তর্ভুক্ত (জুরজানী, কিতাবুত তা‘রীফাত পৃ. ১২২)।
রাসূল (ﷺ) প্রয়োজনে চেয়ারে বসতেন। আবু রিফা‘আহ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) একটি চেয়ারের উপর বসলেন এবং আল্লাহ তাঁকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে তিনি আমাকেও শিখালেন’ (মুসলিম হা/৮৭৬)। এছাড়া সাহাবীগণও চেয়ারে বসতেন (বুখারী হা/১৫৯৪; আবুদাঊদ হা/১১৩)।
যা প্রমাণ করে যে, চেয়ারে বসে যেকোন কাজ-কর্ম করা যায়। অতএব চেয়ারে বসে খাওয়ায় কোন দোষ নেই (ফাৎহুল বারী ১১/২৮০, ‘আওনুল মা‘বূদ ১০/২৩৪)।
তিনি জনৈক ব্যক্তিকে বলেন, আমি হেলান দিয়ে খাবার গ্রহণ করি না (বুখারী হা/৫৩৯৮; মিশকাত হা/৪১৬৮)।
তবে এটা অভ্যাসগত সুন্নাতের অন্তর্ভুক্ত (জুরজানী, কিতাবুত তা‘রীফাত পৃ. ১২২)।
রাসূল (ﷺ) প্রয়োজনে চেয়ারে বসতেন। আবু রিফা‘আহ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) একটি চেয়ারের উপর বসলেন এবং আল্লাহ তাঁকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে তিনি আমাকেও শিখালেন’ (মুসলিম হা/৮৭৬)। এছাড়া সাহাবীগণও চেয়ারে বসতেন (বুখারী হা/১৫৯৪; আবুদাঊদ হা/১১৩)।
যা প্রমাণ করে যে, চেয়ারে বসে যেকোন কাজ-কর্ম করা যায়। অতএব চেয়ারে বসে খাওয়ায় কোন দোষ নেই (ফাৎহুল বারী ১১/২৮০, ‘আওনুল মা‘বূদ ১০/২৩৪)।
সূত্র: আত-তাহরীক।
Last edited: