Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,043
- Thread Author
- #1
প্রশ্ন: অনেকেই তাদের কন্যাদের উপর বেশি কড়াকড়ি করেন। এমনকি চার বছর বয়সেই ওড়না পরতে বাধ্য করেন এবং বলে থাকেন, ছোট থেকেই কাউকে কোনো কিছুর উপর গড়ে তুললে শেষ বয়স পর্যন্ত তার উপরেই অবিচল থাকে। এভাবে পরিবারের সকলকে পর্দা করতে বাধ্য করেন। এ ছোট্ট মেয়েটি, যে-কোনো কিছু বুঝে না, তার উপর এমন কড়াকড়ির ব্যাপারে আপনার মতামত জানাবেন।
উত্তর: হ্যাঁ, অবশ্যই। ছোট থেকেই কাউকে কোনো কিছুর উপর গড়ে তুললে শেষ বয়স পর্যন্ত তার উপরেই অবিচল থাকে। এজন্যই রাসূল (ﷺ) বালেগ না হওয়া সত্ত্বেও ছালাতে অভ্যস্ত করার জন্য সন্তানদেরকে সাত বছর বয়সেই ছালাতের আদেশ দিতে বলেছেন। কিন্তু খুব বেশি ছোট মেয়েদের ক্ষেত্রে পর্দার হুকুম প্রযোজ্য হবে না। তার মুখমণ্ডল, ঘাড়, হাত-পা ঢাকা তার উপর আবশ্যক নয় এবং তাকে বাধ্য করাও উচিত হবে না। কিন্তু কন্যা যখন এমন বয়সে উপনীত হবে যে, ছেলেরা তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে দেখে জৈবিক চাহিদা সৃষ্টি হয়, তখন তার উপর পর্দা করা ওয়াজিব হয়ে যাবে, যাতে করে যে-কোনো প্রকার ফেতনা ও অনিষ্ট থেকে সে বাঁচতে পারে। অবশ্য এর নির্দিষ্ট কোনো বয়স নেই। কোনো কোনো মেয়ে খুব দ্রুত যুবতি হয়, আবার অনেকে আছে এর বিপরীত।
উত্তর: হ্যাঁ, অবশ্যই। ছোট থেকেই কাউকে কোনো কিছুর উপর গড়ে তুললে শেষ বয়স পর্যন্ত তার উপরেই অবিচল থাকে। এজন্যই রাসূল (ﷺ) বালেগ না হওয়া সত্ত্বেও ছালাতে অভ্যস্ত করার জন্য সন্তানদেরকে সাত বছর বয়সেই ছালাতের আদেশ দিতে বলেছেন। কিন্তু খুব বেশি ছোট মেয়েদের ক্ষেত্রে পর্দার হুকুম প্রযোজ্য হবে না। তার মুখমণ্ডল, ঘাড়, হাত-পা ঢাকা তার উপর আবশ্যক নয় এবং তাকে বাধ্য করাও উচিত হবে না। কিন্তু কন্যা যখন এমন বয়সে উপনীত হবে যে, ছেলেরা তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে দেখে জৈবিক চাহিদা সৃষ্টি হয়, তখন তার উপর পর্দা করা ওয়াজিব হয়ে যাবে, যাতে করে যে-কোনো প্রকার ফেতনা ও অনিষ্ট থেকে সে বাঁচতে পারে। অবশ্য এর নির্দিষ্ট কোনো বয়স নেই। কোনো কোনো মেয়ে খুব দ্রুত যুবতি হয়, আবার অনেকে আছে এর বিপরীত।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
প্রশ্ন: অনেকেই তাদের কন্যাদেরকে খাটো ও টাইট পোশাক পরাতে অভ্যস্ত হয়ে গেছে। এসব টাইট পোশাক ছোট-বড় সকলের শরীরের উঁচু-নিচু অংশগুলো ফুটিয়ে তোলে। আপনার নিকট থেকে এদের ব্যাপারে নছীহত কামনা করছি।
উত্তর: প্রতিটি মানুষের উচিত, তার উপর অর্পিত দায়িত্বের প্রতি সচেতন হওয়া। তার উচিত, আল্লাহকে ভয় করা এবং যেসব মেয়ের উপর তার অভিভাবকত্ব রয়েছে, তাদেরকে টাইট ও খাটো পোশাক পরিধানে বাধা দেওয়া। রাসূল (ﷺ) বলেন, 'জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণির মানুষকে আমি এখনো বাস্তবে দেখিনি।
১. ঐ সমস্ত মানুষ, যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে। তারা এর দ্বারা লোকজনকে অন্যায়ভাবে প্রহার করবে।
২. ঐ সমস্ত মহিলা, যারা...
উত্তর: প্রতিটি মানুষের উচিত, তার উপর অর্পিত দায়িত্বের প্রতি সচেতন হওয়া। তার উচিত, আল্লাহকে ভয় করা এবং যেসব মেয়ের উপর তার অভিভাবকত্ব রয়েছে, তাদেরকে টাইট ও খাটো পোশাক পরিধানে বাধা দেওয়া। রাসূল (ﷺ) বলেন, 'জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণির মানুষকে আমি এখনো বাস্তবে দেখিনি।
১. ঐ সমস্ত মানুষ, যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে। তারা এর দ্বারা লোকজনকে অন্যায়ভাবে প্রহার করবে।
২. ঐ সমস্ত মহিলা, যারা...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন