- Views: 219
- Replies: 2
বিখ্যাত আবিদ ও যাহিদ ইমাম ফুদ্বাইল বিন ইয়াদ্ব রাহ. (মৃত্যু- ১৮৭ হি.) প্রথম জীবনে ছিলেন একজন ধড়িবাজ ডা কা ত; যাকে মানুষ ভয় পেত। ওদিকে এক নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তিনি। প্রেম ও চুরি-ডাকাতি দু'টিই চলছিল সমানতালে। একদা প্রেমিকার সাক্ষাতে দেয়াল বেয়ে উপরে উঠছিলেন, তখন শুনতে পেলেন কেউ একজন তিলাওয়াত করছে সূরা হাদিদের ১৬ নং আয়াত।
“যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাযিল হয়েছে তার কারণে বিগলিত হওয়ার সময় আসে নি?”
আল্লাহর বাণী তাঁকে এতটাই প্রভাবিত করলে যে, তিনি বলে উঠলেন, সময় এসে গেছে, ইয়া রাব্ব! সময় এসে গেছে। তাওবা করলেন। ফিরে এলেন মহান রবের পথে। বনে গেলেন হারামের প্রতিবেশী। এত ইবাদাতগুজার ছিলেন যে, ইতিহাস তাঁকে ‘আবিদুল হারামাইন’ খেতাবে ভূষিত করেছে। - [তারিখে দিমাশক, ইবনু আসাকির— ৪৮/৩৮২]
অতীতকালে কৃত পাপ নিয়ে যারা অন্যকে খোঁচা দেয়, তাদের জন্য এটি শিক্ষনীয় হতে পারে।
“যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাযিল হয়েছে তার কারণে বিগলিত হওয়ার সময় আসে নি?”
আল্লাহর বাণী তাঁকে এতটাই প্রভাবিত করলে যে, তিনি বলে উঠলেন, সময় এসে গেছে, ইয়া রাব্ব! সময় এসে গেছে। তাওবা করলেন। ফিরে এলেন মহান রবের পথে। বনে গেলেন হারামের প্রতিবেশী। এত ইবাদাতগুজার ছিলেন যে, ইতিহাস তাঁকে ‘আবিদুল হারামাইন’ খেতাবে ভূষিত করেছে। - [তারিখে দিমাশক, ইবনু আসাকির— ৪৮/৩৮২]
অতীতকালে কৃত পাপ নিয়ে যারা অন্যকে খোঁচা দেয়, তাদের জন্য এটি শিক্ষনীয় হতে পারে।