সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

অতীতকালে কৃত পাপ নিয়ে যারা অন্যকে খোঁচা দেয়, তাদের জন্য এটি শিক্ষনীয় হতে পারে।

বিখ্যাত আবিদ ও যাহিদ ইমাম ফুদ্বাইল বিন ইয়াদ্ব রাহ. (মৃত্যু- ১৮৭ হি.) প্রথম জীবনে ছিলেন একজন ধড়িবাজ ডা কা ত; যাকে মানুষ ভয় পেত। ওদিকে এক নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তিনি। প্রেম ও চুরি-ডাকাতি দু'টিই চলছিল সমানতালে। একদা প্রেমিকার সাক্ষাতে দেয়াল বেয়ে উপরে উঠছিলেন, তখন শুনতে পেলেন কেউ একজন তিলাওয়াত করছে সূরা হাদিদের ১৬ নং আয়াত।

“যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাযিল হয়েছে তার কারণে বিগলিত হওয়ার সময় আসে নি?”

আল্লাহর বাণী তাঁকে এতটাই প্রভাবিত করলে যে, তিনি বলে উঠলেন, সময় এসে গেছে, ইয়া রাব্ব! সময় এসে গেছে। তাওবা করলেন। ফিরে এলেন মহান রবের পথে। বনে গেলেন হারামের প্রতিবেশী। এত ইবাদাতগুজার ছিলেন যে, ইতিহাস তাঁকে ‘আবিদুল হারামাইন’ খেতাবে ভূষিত করেছে। - [তারিখে দিমাশক, ইবনু আসাকির— ৪৮/৩৮২]

অতীতকালে কৃত পাপ নিয়ে যারা অন্যকে খোঁচা দেয়, তাদের জন্য এটি শিক্ষনীয় হতে পারে।
 

Reduan khan

Active member

Threads
0
Comments
38
Reactions
4
Credits
19
বিখ্যাত আবিদ ও যাহিদ ইমাম ফুদ্বাইল বিন ইয়াদ্ব রাহ. (মৃত্যু- ১৮৭ হি.) প্রথম জীবনে ছিলেন একজন ধড়িবাজ
ডা কা ত; যাকে মানুষ ভয় পেত। ওদিকে এক নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তিনি। প্রেম ও চুরি-ডাকাতি দু'টিই চলছিল সমানতালে। একদা প্রেমিকার সাক্ষাতে দেয়াল বেয়ে উপরে উঠছিলেন, তখন শুনতে পেলেন কেউ একজন তিলাওয়াত করছে সূরা হাদিদের ১৬ নং আয়াত।
“যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাযিল হয়েছে তার কারণে বিগলিত হওয়ার সময় আসে নি?”
আল্লাহর বাণী তাঁকে এতটাই প্রভাবিত করলে যে, তিনি বলে উঠলেন, সময় এসে গেছে, ইয়া রাব্ব! সময় এসে গেছে।
তাওবা করলেন। ফিরে এলেন মহান রবের পথে। বনে গেলেন হারামের প্রতিবেশী। এত ইবাদাতগুজার ছিলেন যে, ইতিহাস তাঁকে ‘আবিদুল হারামাইন’ খেতাবে ভূষিত করেছে।
[তারিখে দিমাশক, ইবনু আসাকির— ৪৮/৩৮২]
অতীতকালে কৃত পাপ নিয়ে যারা অন্যকে খোঁচা দেয়, তাদের জন্য এটি শিক্ষনীয় হতে পারে।
Alhamdulillah
 
Top