আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, 'এক পাদ্রী তার গীর্জায় যাট বছর আল্লাহর উপাসনা করে। একদিন তার কাছে একজন মহিলা আসে এবং তার বাহুর সাথে নিজেকে মেলে ধরে। অতঃপর সেই পাদ্রী ছয় রাত তার সাথে সহবাস করে। এরপর ভুল বুঝতে পেরে সেখান থেকে পলায়ন করে উপাসনালয়ে আশ্রয় নেয় এবং সেখানে তিনদিন...