আমাদের সমাজে যেসব সামাজিক সমস্যা সর্বত্র মারাত্মক ক্ষতের সৃষ্টি করে চলেছে দুর্নীতি তাদের মধ্যে অন্যতম। সমাজের রন্ধ্রে রন্ধ্রে অক্টোপাসের মতো জড়িয়ে থানা দুর্নীতির কালো থাবায় বিপন্ন আজ মানব সভ্যতা। এ সর্বনাশা ব্যাধির মরণ ছোবলে বর্তমান সমাজ র্জজরিত। রাষ্ট্রীয় প্রশাসন থেকে শুরু করে আমাদের দেশের...