প্রথম মত: সিজদায়ে সাহু দেয়া মুস্তাহাব। এটা ইমাম মালেক, আবু হানিফা, ইমাম আহমাদের একমত। ইবনু উসাইমীন রহিমাহুল্লাহ এই মতকে পছন্দ করেন। তিনি বলেন, কোনো মানুষ ভুলবশত সুন্নাত ছেড়ে দিলে এটা আদায় করতে পারে। সুতরাং সিজদায়ে সাহু এটাও একটা সুন্নাত, তাই এটা দিতে হবে। আর যদি সুন্নাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়...