ইমাম সুফিয়ান আস সাওরি (রাহিমাহুল্লাহ) বলতেন, ‘বান্দা যখন দুনিয়ার প্রতি বিমুখ হয়, তখন মহান আল্লাহ তার অন্তরে প্রজ্ঞা ঢেলে দেন। মুখে সেগুলোর উচ্চারণ ঘটান। তার সামনে দুনিয়ার সমস্ত দোষত্রুটি উন্মোচন করে দেন। দুনিয়ার যাবতীয় সমস্যা এবং তার সমাধান তাকে বাতলে দেন।’
– হিলইয়াতুল আউলিয়া, খন্ড: ৭