একজন মানুষ কিভাবে বুঝবে যে, সে অঙ্কেতুষ্ট আছে কি না? তার আলামত ও লক্ষণ কি? হ্যাঁ! সালাফগণ অল্পেতুষ্টির আলামত নিয়েও আলোচনা করেছেন। ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেন, অল্পে তুষ্টি (দুনিয়া বিমুখতা) একই সূত্রে গাঁথা। যাহেদ ও অল্পেভুষ্ট ব্যক্তির কতিপয় আলামত আছে। যেমন :
১. সে তার অর্জিত সম্পদ...