নিফাক

  1. Golam Rabby

    মুনাফিকরা আখেরী ওয়াক্তে সালাত আদায় করে

    ইমাম ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন, ‘(মুনাফিকরা) আউয়াল ওয়াক্তের পরিবর্তে আখেরী ওয়াক্তে ছালাত আদায় করে। সূর্য উদয়ের সময়ে ফজর এবং সূর্যাস্তের সময়ে আছর পড়ে। কাকের ঠোকর মারার ন্যায় তারা ঠোকর মারে এবং ধৃত শেয়ালের মতো এদিক-ওদিক তাকাতাকি করে। ফলে এটি দৈহিকভাবে ছালাত হলেও আত্মিকভাবে ছালাত বলে গণ্য হয় না’।...
Back
Top