পরহেজগারিতা

  1. Golam Rabby

    অন্যান্য রিযিকে প্রশস্ততা লাভের কিছু উপায়

    রিযিকে প্রশস্ততা লাভের অনেক মাধ্যম কুরআন হাদীছে বর্ণিত হয়েছে। জ্ঞাতার্থে কয়েকটি উল্লেখ্য করা হলো- ১. তাক্বওয়ার (আল্লাহভীতি) পথ অবলম্বন করা। মহান আল্লাহ বলেন, ‘যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ তৈরী করে দেন। আর তাকে তার ধারণাতীত উৎস থেকে দান করবেন রিযিক’ (আত-তালাক্ব, ৬৫/২-৩)। ২...
  2. Golam Rabby

    যে আল্লাহকে ভালোবাসে

    আল-হালিমি (রহ.) বলেন : 'যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে কখনো বিপদাপদকে তার প্রতি অবিচার মনে করে না। রবের ইবাদতের সাধনা করা এবং রবের পক্ষ থেকে আসা আদেশ পালনের অপরিহার্যতাকে সে ভারী মনে করে না।' [শুআবুল ঈমান : ১/৩৬৮] [আ'মালুল কুলুব, শাইখ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ]
  3. Golam Rabby

    আমাকে অছীয়ত করুন!

    ক্বাসেম বিন আব্দুর রহমান বলেন, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)-কে বললেন, হে আব্দুর রহমানের পিতা! আমাকে অছীয়ত করুন। তিনি বললেন- • বাড়িতে অবস্থান কর, • তোমার পাপকে স্বরণ করে ক্রন্দন কর ও • তোমার জিহবাকে সংযত রাখ’। [ইবনু মুবারক, আয-যুহদ ৪২ পৃঃ]
  4. Golam Rabby

    এটাই হল ইখলাস

    ইমাম ইবনু কুদামা মাক্বদেসী (রহঃ) বলেন, ‘আমল করার পূর্বে এবং সময়ে মানুষের উচিত তার নফসকে পর্যবেক্ষণ করা যে, প্রবৃত্তি তাকে সেই কাজে ধাবিত করেছে নাকি স্রেফ আল্লাহই তাকে সেই কাজের অনুপ্রেরণা যুগিয়েছেন? যদি আল্লাহ তাকে প্রেরণা যোগান তাহলে সে কাজটি বাস্তবায়ন করবে। নচেৎ তা পরিত্যাগ করবে। আর এটাই হল...
  5. Golam Rabby

    দ্বীনের উত্তম কথা হল চারটি - ইমাম শাফেঈ

    ইমাম শাফেঈ (রাহিমাহুল্লাহ) বলেন, عُمْدَةُ الدِّينِ عِنْدَنَا كَلِمَاتٌ + أَرْبَعٌ قَالَهُنَّ خَيْرُ الْبَرِيَّةْ اتَّقِ السَّيِّئَاتِ، وَازْهَدْ، وَدَعْ مَا + لَيْسَ يَعْنِيكَ، وَاعْمَلَنَّ بِنِيَّةْ আমাদের নিকট দ্বীনের উত্তম কথা হল চারটি। যা বলেছেন সৃষ্টির সেরা ব্যক্তি অর্থাৎ রাসূল (ছাঃ) ...
  6. Golam Rabby

    আবু বকর (রা:) এর অধিক মর্যাদাবান হওয়ার কারণ

    আবূ বকর আল-মুযানী (রাহিমাহুল্লাহ) বলেন, ما فاق أبوْ بكر رَضِىَ اللهُ عَنْهُ أصحاب رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بصومٍ ولا صلاةٍ ولكن بشيء كان في قلبه قال الذي كان في قلبه الحبُّ لله عز وجل والنصيحة في خلقه ‘বেশি বেশি ছালাত ছিয়াম পালন করে আবূ বকর (রাযিয়াল্লাহু আনহু) রাসূলুল্লাহ...
  7. Golam Rabby

    আমার মালিকের অধীনে সবকিছু

    আবু হাজেম (রহিমাহুল্লাহ)-কে জিজ্ঞেস করা হলো, ‘আপনি দারিদ্র্যের ভয় পান না?’ তিনি উত্তর দিলেন, ‘আমার মালিকের অধীনে যখন আকাশ, পৃথিবী এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু, তখন আমি দারিদ্র্যের ভয় কীভাবে পাই?’ [জামিউল উলুমি ওয়াল হিকাম : ২/১৮০]
  8. Golam Rabby

    আল্লাহর জন্য যেটা, সেটাকে এগিয়ে রাখবে

    'যখন তোমার সামনে দুটি বিষয় আসবে, একটা দুনিয়ার আর অন্যটা আল্লাহর। তখন আল্লাহর জন্য যেটা, সেটাকে এগিয়ে রাখবে। তাহলে দুইটাই তুমি অর্জন করতে পারবে। আর যদি দুনিয়ারটাকে অগ্রাধিকার দাও, তাহলে হয়তো দুটোই হারাবে নতুবা দুনিয়ারটা পেলেও সেটাতে তোমার বরকত হবে না।' - আবু বকর আল ফিহরী (রাহিমাহুল্লাহ) [ইবনুল...
  9. Golam Rabby

    সবচেয়ে ইবাদতগুজার ব্যক্তি

    প্রসিদ্ধ তাবিয়ী সাঈদ ইবন জুবাইরকে জিজ্ঞাসা করা হয়েছিল, “কে সবচেয়ে ইবাদতগুজার ব্যক্তি?” তিনি উত্তর দিয়েছিলেন, “ঐ ব্যক্তি, যে অতীতে কোনো একটা পাপ কাজ করেছিল, তারপর যতবার ঐ পাপের কথা তার স্মরণ আসে ততবার নিজের আমল তুচ্ছ মনে হয়।” – আল বিদায়াহ ওয়ান নিয়ায়াহ : ৯/৯৯
  10. Golam Rabby

    আপনি যার দাস, সে আমার দাস

    যে আপন প্রবৃত্তিকে দমিয়ে রাখতে পেরেছে, প্রকৃতপক্ষে সে-ই স্বাধীন; বরং সে রাজা। তাই এক দুনিয়াবিমুখ ব্যক্তি এক রাজাকে বলেছিল, ‘আমার রাজত্ব আপনার রাজত্বের চাইতে বড়।’ রাজা বলেছিল, ‘কীভাবে?’ সে উত্তর দিয়েছিল, ‘আপনি যার দাস, সে আমার দাস।’ তার কথার অর্থ হল রাজা নিজ প্রবৃত্তির দাস। আর ঐ ব্যক্তির...
  11. Golam Rabby

    কাহিনি তাবিয়ী 'আমির ইবন 'আবদিল্লাহর জীবনের একটি ঘটনা

    বসরার জনৈক ব্যক্তি তাবিয়ী 'আমির ইবন 'আবদিল্লাহর জীবনের একটি ঘটনা এভাবে বর্ণনা করেছেন- একবার আমি একটি কাফেলার সাথে, যার মধ্যে 'আমির ইবন 'আবদিল্লাহও ছিলেন, ভ্রমণ করছিলাম। সারা দিন চলার পর যখন রাত হয়ে গেল তখন একটি জলাশয়ের পাশে জঙ্গলের মধ্যে যাত্রাবিরতি করলাম। 'আমির তাঁর জিনিসপত্র গুছিয়ে ঘোড়াটিকে...
  12. Golam Rabby

    কাহিনি ঘোড়াটা হারাম খেয়েছে

    বর্ণিত আছে, একবার ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারাক (রাহিমাহুল্লাহ) কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে একটি নদীর পারে ঘোড়া থামান। হাতের বর্শাটা মাটিতে গেড়ে ঘোড়াটা সেখানে বাঁধেন। এরপর ওযু করে সালাতে দাঁড়িয়ে যান। সালাত শেষ করে দেখেন, ঘোড়াটা ছুটে গিয়ে পাশের একটি ক্ষেতের শস্যাদি খাচ্ছে। এটা দেখে তিনি বলেন, 'এই...
  13. Golam Rabby

    আল্লাহর সঙ্গ কাউকে বিষাদগ্রস্থ করে না

    প্রসিদ্ধ আছে, একদিন ইমাম হাসান আল-বাসরি লোকালয় ত্যাগ করে নির্জনবাস করছিলেন। এ সময় জনৈক ব্যক্তি এসে বলেন, আবু সাঈদ! আল্লাহ আপনাকে সংশোধন করুন। আমরা আশঙ্কা করছি, এই নির্জনবাস আপনাকে বিষাদগ্রস্ত করে ফেলবে। উত্তরে হাসান আল-বাসরি রাহিমাহুল্লাহ বলেন, প্রিয় বৎস! আল্লাহর সঙ্গে একাকী সময় যাপন করে কেউ...
  14. Golam Rabby

    ইমাম সুফিয়ান কর্তৃক সন্দেহযুক্ত মুদ্রা বর্জন

    বর্ণিত আছে- মক্কায় অবস্থানকালে একবার তিনি মুদ্রা ব্যবসায়ীর কাছে যান স্বর্ণমুদ্রার বিনিময়ে রৌপ্যমুদ্রা গ্রহণ করতে। ব্যবসায়ীকে একটি মুদ্রা দিতে গিয়ে আরেকটি মুদ্রা তার হাত থেকে মাটিতে পড়ে যায়। তিনি সেটা খুঁজতে গিয়ে দেখেন, সেখানে আরেকটি মুদ্রা পড়ে আছে। ব্যবসায়ী তাকে বলেন, 'আপনার মুদ্রাটি তুলে...
  15. Golam Rabby

    ইমাম সুফিয়ানের আখিরাতের ভয়

    ইমাম সুফিয়ান আস-সাওরির সহোদর ভাই মুবারক ইবনু সাইদ বলেন, একবার একটি মুদ্রার থলে নিয়ে এক ব্যক্তি সুফিয়ানের কাছে এলো। এই ব্যক্তির পিতা সুফিয়ানের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। তাদের পরস্পরের মাঝে যথেষ্ট আন্তরিকতা ও দেখা-সাক্ষাৎ ছিল। লোকটি সুফিয়ানকে বলল, 'আবু আব্দিল্লাহ, আমার পিতা সম্পর্কে কিছু বলেন, তিনি...
  16. Golam Rabby

    আল্লাহর নৈকট্য কামনাকারীদের বৈশিষ্ট্য

    ইমাম ইবনুল ক্বাইয়িম (৬৯১-৭৫১ হি.) বলেন, 'যারা আল্লাহর নৈকট্য কামনা করে, তাদের বৈশিষ্ট্য হল, বেশী বেশী নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য কামনা করা, উম্মতকে হিতোপদেশ দিতে একনিষ্ঠ হওয়া, একান্তে নির্জনে আল্লাহকে স্মরণ করা, শরী'আতের আহকাম যতই কঠিন হোক তা বাস্তবায়নে ধৈর্যশীল হওয়া, সবার উপর...
  17. Golam Rabby

    যারা আল্লাহকে ভালোবাসে তাদের একটি বৈশিষ্ট্য

    কতিপয় ইবাদতগুজার বলতেন, “যারা আল্লাহকে ভালোবাসে তাদের একটি বৈশিষ্ট্য হলো, তারা দিনেরাতে সর্বদা অন্তরে ও জবানে আল্লাহর জিকির করতে থাকে। যখন জবান জিকির থেকে বিরত থাকে, তখন অন্তর দ্বারা জিকির করা শুরু করে। আর অন্তরের জিকির অধিক গভীর ও অধিক উপকারী।” – হিলইয়াতুল আউলিয়া : ১০/১৮৬
Back
Top