ঈদগাহে

  1. Mahmud ibn Shahidullah

    সিয়াম ঈদের নামাযের জন্য বের হওয়ার পূর্বে কিছু খাওয়া

    ঈদগাহের জন্য বের হওয়ার পূর্বে ৩ অথবা ৫ বেজোড় সংখ্যক খেজুর খাওয়া মুস্তাহাব। আনাস (রাঃ) বলেন, ‘আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না।’ এক বর্ণনায় আছে যে, ‘তিনি তা বেজোড় সংখ্যক খেতেন।’[1] এই খাওয়ার পিছনে হিকমত হল, যাতে কেউ মনে না করে যে, ঈদের...
  2. Mahmud ibn Shahidullah

    সিয়াম রাস্তা পরিবর্তন করা

    মসজিদে নববী থেকে মদ্বীনার ঈদগাহ ১০০০ হাত দূরে অবস্থিত ছিল।[1] মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) ঐ ঈদগাহে পায়ে হেঁটে উপস্থিত হতেন। কিন্তু ফিরার পথে রাস্তা পরিবর্তন করতেন। অর্থাৎ, যাবার সময় যে পথে যেতেন, সে পথে বাড়ি না ফিরে অন্য পথ ধরে বাড়ি ফিরতেন। জাবের (রাঃ) বলেন, ‘ঈদের দিন বের হলে তিনি...
  3. Mahmud ibn Shahidullah

    প্রশ্নোত্তর ঈদগাহে দ্রুত আসার জন্য আহ্বান করা যাবে কি?

    ঈদগাহে আসার জন্য মানুষকে আহ্বান করা শরী‘আত সম্মত নয়। এটা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কঠোরভাবে নিষেধ করেছেন। এ জন্য এ সালাতে আযানও নেই, ইক্বামতও নেই (সহীহ মুসলিম, হা/৮৮৬; মিশকাত, হা/১৪৫১; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৩৬৭, ৩/২১৭ পৃ.)। সালাতের পূর্বে বিভিন্ন ব্যক্তির আলোচনা করা...
Back
Top