ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন:
যিনার ফলে যে পরিণতি হয়, সেগুলোর মধ্যে আছে-
• আল্লাহর গযব, কারণ সে আল্লাহর হারাম ও পরিবার-পরিজনের সম্মান নষ্ট করে। যদি কোনো রাজাকে এভাবে আঘাত করা হতো তবে সে কঠিন শাস্তি দিত।
• চেহারায় কালো দাগ ও অন্ধকার, বিষণ্ণতা ও ঘৃণা দেখা যায়-যা মানুষও লক্ষ্য করে।...