ব্যাভিচার

  1. Golam Rabby

    অন্যান্য যিনার ফলে যে পরিণতি হয়

    ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন: যিনার ফলে যে পরিণতি হয়, সেগুলোর মধ্যে আছে- • আল্লাহর গযব, কারণ সে আল্লাহর হারাম ও পরিবার-পরিজনের সম্মান নষ্ট করে। যদি কোনো রাজাকে এভাবে আঘাত করা হতো তবে সে কঠিন শাস্তি দিত। • চেহারায় কালো দাগ ও অন্ধকার, বিষণ্ণতা ও ঘৃণা দেখা যায়-যা মানুষও লক্ষ্য করে।...
  2. Mahmud ibn Shahidullah

    প্রশ্নোত্তর ব্যভিচার বৃদ্ধি পেলে দরিদ্রতা আসে। এ কথা কি সঠিক?

    উক্ত বক্তব্য সঠিক। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যখন কোন সম্প্রদায়ের মধ্যে যেনা বিস্তার লাভ করে, তখন তাদের মাঝে মহামারি এবং দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে (ইবনু মাজাহ, হা/৪০১৯, সনদ হাসান ‘ফিতনা’ অধ্যায়, ‘শাস্তি’ অনুচ্ছেদ)। সূত্র: আল-ইখলাছ।
Back
Top