মুছল্লী পবিত্র হওয়ার নিয়ত করে (সহীহ বুখারী, হা/১; মিশকাত, হা/১) ‘বিসমিল্লাহ’ (তিরমিযী, হা/২৫; মিশকাত, হা/৪০২) বলে মাটিতে দুই হাত একবার মারবে। অতঃপর ফুঁক দিয়ে ঝেড়ে ফেলে প্রথমে মুখমণ্ডল তারপর দুই হাত একবার কব্জি পর্যন্ত মাসাহ করবে (সহীহ বুখারী, হা/৩৩৮; মিশকাত, হা/৫২৮)।
আবূ দাঊদে দুইবার হাত মারা ও...