জবাব: কিছু হাদীসে মেহেদি দিয়ে চিকিৎসা করতে উদ্বুদ্ধ করা হয়েছে। তাই কোনো পুরুষ যদি চিকিৎসার জন্য মেহেদি দিয়ে পা রাঙায় তাহলে তা জায়েয। অন্যথা তা নারীদের সাথে সাদৃশ্য অবলম্বন করা বলে গণ্য হবে।
– তুরাসুল আলবানী ফিল ফিকহ, ১৬/৫৮৩
– ফাতাওয়ায়ে আলবানী, প্রশ্ন: ৪৬৮; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
প্রশ্ন: ইসলামে চিকিৎসা করানোর হুকুম কী? বিশেষ করে যে সকল রোগ থেকে আরোগ্য লাভের ব্যাপারে আশা নেই। রোগীর চিকিৎসা শুরু করার আগে কি তার অনুমতি নিতে হবে? বিশেষতঃ জরুরী পরিস্থিতিতে
উত্তর: আলহামদু লিল্লাহ।
১৪১২ হিজরী সনে জেদ্দায় অনুষ্ঠিত হওয়া ইসলামী ফিকহ একাডেমির সপ্তম সম্মেলনের সিদ্ধান্তে বর্ণিত...