অলংকার

  1. Mahmud ibn Shahidullah

    পোশাক, সাজসজ্জা ও ছবি প্রশ্ন : মহিলারা কাঁচের চুড়ি অথবা বাজনাযুক্ত অলংকার পরিধান করতে পারবে কি?

    উত্তর : কাঁচের চুড়ি বা যেকোন বাজনাযুক্ত অলংকার হোক না কেন কোন পুরুষ ও মহিলার জন্য তা ব্যবহার করা বৈধ নয়। বাজনা বিহীন চুড়ি মহিলারা পরিধান করতে পারে। আব্দুর রহমান ইবনু হাইয়্যান (রাযিয়াল্লাহু আনহু)-এর আযাদকৃত দাসী বুনানাহ হতে বর্ণিত, তিনি বলেন, كَانَتْ عِنْدَ عَائِشَةَ إِذْ دُخِلَتْ عَلَيْهَا...
Back
Top