উত্তর: এক নজরে যেসব কাজের পূর্বে ওযু করা ওয়াজিব তা হল:
(১) অপবিত্র হলে সালাত আদায়ের পূর্বে ওযু করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, “হে মুমিনেরা! তোমরা যখন নামাযে দাঁড়াও, তখন (তার পূর্বে) তোমাদের মুখমণ্ডল ও হাত দু’টো কনুই পর্যন্ত ধৌত কর, অতঃপর মাথা মাসেহ কর এবং উভয় পা টাখনু পর্যন্ত ধৌত কর।” (সূরা...