ভূমিকা
আদম (আলাইহিস সালাম) পৃথিবীর প্রথম মানুষ এবং আল্লাহ্র নবী। আদম (আলাইহিস সালাম) থেকে শেষ নবী মুহাম্মাদ (ﷺ) পর্যন্ত একলক্ষ চব্বিশ হাযার পয়গম্বরকে আল্লাহ তা‘আলা পৃথিবীতে প্রেরণ করেছেন শিরক মুক্ত পৃথিবী গড়ার জন্য। স্রেফ নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠার জন্য। এরই মধ্যে শুরু হয় মূর্তি পূজা। মূর্তি...