নজর

  1. Muhammad Anas

    অন্যান্য বদ নজর ও তার চিকিৎসা

    বদ নজর লাগা বদনজরের কুপ্রভাব ও তার কুরআন থেকে দলীল আল্লাহ তায়ালা এরশাদ করেনঃ وَقَالَ يَا بَنِيَّ لَا تَدْخُلُوا مِنْ بَابٍ وَاحِدٍ وَادْخُلُوا مِنْ أَبْوَابٍ مُتَفَرِّقَةٍ وَمَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ...
  2. Golam Rabby

    কসম ও মান্নত নজর পূর্ণ করার বিধান কী?

    জবাব: আল্লাহর আনুগত্যমূলক নজর করে থাকলে, পূর্ণ করা ওয়াজিব। পূর্ণ করাটাই কাফফারা। সহীহ হাদীসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে-ব্যক্তি আল্লাহর আনুগত্যের নজর করে সে যেন আল্লাহর আনুগত্য করে। আর যে আল্লাহর নাফরমানির নজর করে সে যেন তাঁর নাফরমানি না করে। (বুখারী...
Back
Top