আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ বলেন দুনিয়া মুমিনদের জন্য জেলখানা স্বরুপ। আর এই জেলখানাতে তার সবচেয়ে বড় কাজ হচ্ছে ধৈর্য্য ধারণ করা এবং ক্রোধ দমন করা। দুনিয়াতে মুমিনের কোন রাজত্ব নেই। প্রকৃতপক্ষে তার রাজত্ব কায়েম হবে আখেরাতে। তাম্বিহুল মুগতাররীন পৃ,১০৯