১. সম্মানিত তাবেয়ী আব্দুল্লাহ ইবন শাকীক (রাহিমাহুল্লাহ) বলেছেন,
‘সাহাবীগণ সালাত ছাড়া কোনো আমলকে পরিত্যাগ করা, কুফর মনে করতেন না।’ – সুনানুত তিরমিজি : ২৬২২; মুসতাদারাক হাকিম : ১/৭
২. বুরাইদা ইবন হুসাইন (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন,
‘যে-ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয়, তার আমল...