‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

কুনূত

  1. সালাত কুনুতে নাযেলা কী? শারঈ দৃষ্টিকোণ থেকে জুমআর সালাতে কুনূত নাযেলা পড়ার বিধান কী?

    উত্তর: আরবি قُنُوْت কুনূত’ শব্দের অর্থ বিনম্র আনুগত্য। আরবি نَازِلَة নাযেলা শব্দের অর্থ: আকস্মিক দুর্ঘটনা, বিপদ-মুসিবত। পরিভাষায় কুনুতে নাজেলা হলো: মুসলমানদের উপর প্রাকৃতিক কিংবা কাফিরদের চাপিয়ে দেওয়া বিপদ-মুসিবত ও অত্যাচারের সময় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাঁর আনুগত্য করা এবং তাঁর কাছে এই বিপদ...
  2. সালাত দুআ কুনূত পড়ার সময় হাত তুলা যাবে কি?

    উত্তর : যাবে। ইবনুল মুনযির (রাহিমাহুল্লাহ) ও ইবনু রজব (রাহিমাহুল্লাহ) বলেন, সালাফে ছালিহীনের মধ্যে ওমর ইবনু খাত্তাব, আব্দুল্লাহ ইবনু মাসউদ, আবূ হুরায়রা ও আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুম) সম্পর্কে বর্ণিত হয়েছে যে, أنَّهم كانوا يرفعون أيديَهم في القنوت ‘তাঁরা কুনূতে হাত উত্তোলন করতেন।...