উত্তর : পরের রাক‘আত একাকী পড়ে নিবে। মাসবূক্ব (অর্থাৎ রাক‘আত ছুটে যাওয়া ব্যক্তি) ইমামের সাথে ছালাতের যতটুকু পাবে, ততটুকু তার প্রথম হিসাবে গণ্য হবে। আর ইমামের সালাম ফিরানোর পর যতটুকু সে একাকী আদায় করবে, সেটি তার ছালাতের শেষ অংশ হিসাবে বিবেচিত হবে (আল-মাজমূঊ লিন-নাবাবী, ৪/৪২০ পৃ.)। নবী (ﷺ) বলেন...