প্রখ্যাত তাবেয়ী হাসান বসরি (রাহিমাহুল্লাহ) বলতেন :
প্রতিটি দিনই আদম-সন্তানকে ডেকে বলে যায় আদম-সন্তান, আমি নতুন একটি দিন। আমার মাঝে মানুষ যে কাজ করে, আমি তার সাক্ষী হয়ে থাকি। যদি আমি চলে যাই, তবে পেছনে আর কখনো ফিরে আসি না। তাই তোমার যা ইচ্ছে, তা সামনে পাঠাও। ভবিষ্যৎ জীবনে তুমি তারই প্রতিদান...