উত্তর : গর্ভবতী মহিলাদের সিয়াম অন্য কেউ পালন করতে পারবে না। বরং তা নিজেকেই কাযা আদায় করতে হবে (সূরা আল-বাক্বারাহ : ১৮৪)। গর্ভবতী অবস্থায় সিয়াম রাখা আবশ্যক। তবে নিজের কিংবা বাচ্চার ক্ষতির আশঙ্কা থাকলে তার জন্য সিয়াম না রাখা বৈধ। কিন্তু নিফাস শেষ হওয়ার পর তাকে অবশ্যই কাযা আদায় করতে হবে (ফাতাওয়া...