উত্তর : স্বর্ণের মূল্য এবং নগদ অর্থ মিলে নিছাব পরিমাণ সম্পদ হলে এবং মালিকানায় এক বছর অতিক্রম করলে যাকাত দিতে হবে।
[ফাতাওয়া লাজনা দায়েমাহ ৮/৩২৪; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ২৩/২৬৭; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৪/১২৫]
[আত তাহরীক, জুন ২০২৫]
ব্যবসায়িক স্বর্ণ অর্থাৎ যে স্বর্ণ ব্যবসার উদ্দেশ্যে গচ্ছিত রাখা হয়েছে, সে স্বর্ণের উপর যাকাত ফরয, যদি একবছর অতিবাহিত হয় (তিরমিযী, হা/৬৩১; ইবনু মাজাহ, হা/১৭৯২, সনদ সহীহ)।
সূত্র: আল-ইখলাছ।