স্বর্ণের যাকাত

  1. Golam Rabby

    যাকাত ও ফিতরা স্বর্ণ ও নগদ টাকা থাকলে কিভাবে যাকাতের হিসাব করব?

    উত্তর : স্বর্ণের মূল্য এবং নগদ অর্থ মিলে নিছাব পরিমাণ সম্পদ হলে এবং মালিকানায় এক বছর অতিক্রম করলে যাকাত দিতে হবে। [ফাতাওয়া লাজনা দায়েমাহ ৮/৩২৪; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ২৩/২৬৭; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৪/১২৫] [আত তাহরীক, জুন ২০২৫]
  2. Mahmud ibn Shahidullah

    যাকাত ও ফিতরা বিভিন্ন স্বর্ণালংকারের দোকানে ব্যবসার উদ্দেশ্যে যে স্বর্ণ গচ্ছিত রাখা হয়, তার যাকাত ফরয কি?

    ব্যবসায়িক স্বর্ণ অর্থাৎ যে স্বর্ণ ব্যবসার উদ্দেশ্যে গচ্ছিত রাখা হয়েছে, সে স্বর্ণের উপর যাকাত ফরয, যদি একবছর অতিবাহিত হয় (তিরমিযী, হা/৬৩১; ইবনু মাজাহ, হা/১৭৯২, সনদ সহীহ)। সূত্র: আল-ইখলাছ।
Back
Top