সাদা চুল

  1. Abu Abdullah

    কালো রং দ্বারা সাদা চুল রঙিন করার হুকুম কী?

    কালো রং দ্বারা সাদা চুল রঙিন করা হারাম। কেননা রাসূল (ﷺ) এরূপ করা থেকে নিষেধ করেছেন। তিনি বলেন, 'তোমরা সাদা চুলকে কোনো রং দিয়ে পরিবর্তন করে দাও; তবে কালো রং বর্জন করবে'। এছাড়া যে ব্যক্তি কালো রং দ্বারা তার সাদা চুল রঙিন করে তার ব্যাপারে কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। যে কারণে এটি কাবীরা গুনাহের...
  2. Mahmud ibn Shahidullah

    প্রশ্নোত্তর ‘রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মাথায় ও দাড়িতে বিশটি সাদা চুলও ছিল না’ মর্মে বর্ণিত হাদীস কি সহীহ?

    উক্ত মর্মে বর্ণিত হাদীস সহীহ (সহীহ বুখারী, হা/৩৫৪৭; সহীহ মুসলিম, হা/২৩৪৭; মিশকাত, হা/৫৭৮২)। সূত্র: আল-ইখলাছ।
Back
Top