কালো রং দ্বারা সাদা চুল রঙিন করা হারাম। কেননা রাসূল (ﷺ) এরূপ করা থেকে নিষেধ করেছেন। তিনি বলেন, 'তোমরা সাদা চুলকে কোনো রং দিয়ে পরিবর্তন করে দাও; তবে কালো রং বর্জন করবে'। এছাড়া যে ব্যক্তি কালো রং দ্বারা তার সাদা চুল রঙিন করে তার ব্যাপারে কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। যে কারণে এটি কাবীরা গুনাহের...