জরায়ু অপারেশন

  1. Mahmud ibn Shahidullah

    প্রশ্নোত্তর জরায়ু অপারেশন করার পর থেকে সব সময় পেশাবের মত পদার্থ নির্গত হয়। এমতাবস্থায় কিভাবে সালাত আদায় করবে?

    চিকিৎসা সত্ত্বেও সুস্থতা লাভ না করলে উক্ত অবস্থায় সালাত আদায় করবে। তাতে সালাতের কোন ক্ষতি হবে না (আবূ দাঊদ, হা/৩৮৩, সনদ সহীহ; মিশকাত, হা/৫০৪)। তবে প্রত্যেক সালাতের জন্য পৃথক ওযূ করতে হবে (তিরমিযী, হা/১২৬; মিশকাত, হা/৫৬০)। সূত্র: আল-ইখলাছ।
Back
Top