সালাতে দু'আ

  1. Mahmud ibn Shahidullah

    সালাত ফরয কিংবা নফল সালাতে যে সমস্ত জায়গায় দু‘আ করা হয়, সে সব জায়গায় কুরআনের দু‘আমূলক আয়াত পরা যাবে কী?

    রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রুকূ‘ সিজদায় কুরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন (সহীহ মুসলিম, হা/৪৭৯)। তবে কুরআনের দু‘আ মূলক আয়াতসমূহ রকূ‘, সিজদা কিংবা সালামের পূর্বে দু‘আর নিয়তে পড়া বৈধ; কুরআন তেলাওয়াতের নিয়তে নয় (ফাতাওয়া লাজনাহ আদ-দায়েমাহ, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৪৪৩)। সূত্র: আল-ইখলাছ।
Back
Top