বিয়ের অনুষ্ঠান

  1. Mahmud ibn Shahidullah

    বিবাহ ও দাম্পত্য মেয়ের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে বর পক্ষের লোকেরা খেতে পারবে কি?

    মেয়ের বাবা যদি সন্তুষ্টি চিত্তে অনুষ্ঠান করে বর পক্ষের লোককে দাওয়াত করে তাহলে তারা খেতে পারবে, এতে কোন সমস্যা নেই। কেননা মেয়ের বাবার জন্যও ওলীমা করা জায়েয (কিতাবু মাওকেউ ইসলাম সওয়াল ও জওয়াব, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ২৮৮)। সূত্র: আল-ইখলাছ।
  2. Mahmud ibn Shahidullah

    বিবাহ ও দাম্পত্য কোন মেয়ে তার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যেতে পারবে কি?

    ফিতনার আশংকা না থাকলে বিয়ের অনুষ্ঠানে যেতে শারঈ কোন বাধা নেই। এক্ষেত্রে যদি অবিবাহিত বালেগা হয়, তাহলে তার অভিভাবক পিতা/বড়ভাই এর নিকট থেকে এবং বিবাহিত হলে তার স্বামীর নিকট থেকে যথাযথ অনুমতি নিতে হবে এবং সাথে মাহরাম থাকতে হবে (মুসনাদে বাযযার, হা/৭৪৮০; মিশকাত, হা/৩২৫৪, সনদ সহীহ)। বিয়ে-শাদীতে কোন...
Back
Top