ফিতনার আশংকা না থাকলে বিয়ের অনুষ্ঠানে যেতে শারঈ কোন বাধা নেই। এক্ষেত্রে যদি অবিবাহিত বালেগা হয়, তাহলে তার অভিভাবক পিতা/বড়ভাই এর নিকট থেকে এবং বিবাহিত হলে তার স্বামীর নিকট থেকে যথাযথ অনুমতি নিতে হবে এবং সাথে মাহরাম থাকতে হবে (মুসনাদে বাযযার, হা/৭৪৮০; মিশকাত, হা/৩২৫৪, সনদ সহীহ)।
বিয়ে-শাদীতে কোন...