মসজিদে বিয়ে

  1. Mahmud ibn Shahidullah

    বিবাহ ও দাম্পত্য মসজিদে বিয়ে পড়ানোর কি কোন ফযীলত আছে?

    মসজিদে বিয়ে পড়ানোর অতিরিক্ত কোনো ফযীলত নেই। বরং এ মর্মে যে হাদীসটি বর্ণিত হয়েছে তা যঈফ (তিরমিযী, হা/১০৮৯; মিশকাত, হা/৩১৫২; সিলসিলা যঈফাহ, হা/৯৭৮; ইরওয়াউল গালীল, হা/১৯৯৩)। এর সনদে ‘ঈসা ইবনু ইউনুস’ নামে একজন যঈফ রাবী আছে। ইমাম বায়হাক্বী, ইবনু হাজার আসক্বালানী তাকে যঈফ বা দুর্বল রাবী হিসাবে...
Back
Top