ঈমানের শাখা

  1. Abdul fattah

    হাদিস ও হাদিসের ব্যাখ্যা ঈমানের শাখা-প্রশাখা সম্পর্কে

    আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ঈমানের শাখা রয়েছে ষাটের কিছু বেশি। আর লজ্জা ঈমানের একটি শাখা”। عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ...
  2. Mahmud ibn Shahidullah

    তাওহীদ ঈমানের শাখা কয়টি ও কী কী?

    একটি হাদীসে বলা হয়েছে- ঈমানের ষাট বা সত্তরের অধিক শাখা আছে। তার মধ্যে সর্বোত্তম শাখা ‘লা ইলা-হা ইল্লাল্লাহ’ বলা। আর সর্বনিম্ন শাখা হল ‘রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা’। লজ্জাও ঈমানের একটি শাখা (সহীহ বুখারী, হা/৯; সহীহ মুসলিম, হা/১৬২)। এছাড়া হাদীসে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে...
Back
Top