তরুণ-যুবকের মন-মানসিকতা হবে পরিছন্ন; তারা থাকবে সদাপ্রফুল্ল ও সহাস্য। তারা হবে কর্মঠ-কর্মচঞ্চল, কঠোর পরিশ্রমী তৎসঙ্গে সিনিয়র, দায়িত্বশীল ও সহকর্মীদের সার্বিক সহযোগী। কাজের মধ্যেই খুঁজে পাবে তারা তাদের তারুণ্য ও যৌবনের স্বার্থকতা। যে সংগঠন ও জামা’আতে তরুণ ও যুবক যত বেশি, সে সংগঠন তত সমৃদ্ধ ও...