- Author
- আহসানুল্লাহ বিন সানাউল্লাহ
- Publisher
- আল্লামা আলবানী একাডেমী
প্রতিটি মুসলিমের ফাযীলাতপূর্ণ ‘আমলের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। কারণ ফাযায়িলে আ'মাল হচ্ছে এমন উত্তম ও উপকারী কার্যাবলী, যার সফলতা ও পুরস্কারের কথা স্বয়ং আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) ঘোষনা করেছেন। যেহেতু বান্দাকে সাওয়াব প্রদান একমাত্র আল্লাহ রব্বুল ‘আলামীনেরই কাজ তাই ওয়াহী ভিত্তিক দলীল ব্যতীত অর্থাৎ কুরআন ও সহীহ হাদীস ছাড়া এ বিষয়ে কারোর কোন মনগড়া উক্তি বা কিচ্ছা-কাহিনী গ্রহনযোগ্য নয়। কারণ ইসলাম বিশুদ্ধ দলীল প্রমাণ ভিত্তিক নিখুঁত দ্বীন, যার কোন বিষয়েই সংশয়ের অবকাশ নেই।
ফাযায়েল ও অন্যান্য শিরোনামে ফাযীলাতের ‘আমল সম্পর্কে বাংলাভাষায় অনূদিত ও সংকলিত বেশ কিছু কিতাব প্রচলিত আছে। যেমন, ফাযায়েলে আমাল, ফাযায়েলে ছাদাকাত, ফাযায়েলে হজ্জ্ব, ফাযায়েলে দরূদ, ফাযায়েলে তিজারাত, বার চান্দের ফজিলত ও আমল, নেয়ামুল কুরআন, মকসুদুল মু'মিনীন ইত্যাদি। কিতাবগুলোর কোনটিতে সামান্য এবং কোনটিতে বৃহৎ অংশ জুড়ে রয়েছে ফাযীলাতের ‘আমলের বর্ণনা। বাংলাভাষী বহু মুসলিম ফাযীলাতের ‘আমল সম্পর্কিত কিতাব পাঠে অভ্যস্ত বিধায় কিতাবগুলো কুরআন ও সহীহ হাদীসের রেফারেন্স সহকারে সংস্কার করা হলে খুবই ভাল হয়। বরং তা একান্তই জরূরী।
ফাযায়েল ও অন্যান্য শিরোনামে ফাযীলাতের ‘আমল সম্পর্কে বাংলাভাষায় অনূদিত ও সংকলিত বেশ কিছু কিতাব প্রচলিত আছে। যেমন, ফাযায়েলে আমাল, ফাযায়েলে ছাদাকাত, ফাযায়েলে হজ্জ্ব, ফাযায়েলে দরূদ, ফাযায়েলে তিজারাত, বার চান্দের ফজিলত ও আমল, নেয়ামুল কুরআন, মকসুদুল মু'মিনীন ইত্যাদি। কিতাবগুলোর কোনটিতে সামান্য এবং কোনটিতে বৃহৎ অংশ জুড়ে রয়েছে ফাযীলাতের ‘আমলের বর্ণনা। বাংলাভাষী বহু মুসলিম ফাযীলাতের ‘আমল সম্পর্কিত কিতাব পাঠে অভ্যস্ত বিধায় কিতাবগুলো কুরআন ও সহীহ হাদীসের রেফারেন্স সহকারে সংস্কার করা হলে খুবই ভাল হয়। বরং তা একান্তই জরূরী।
- Purchase Link
- Click Here to BUY NOW!
বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।