সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
আশআরীরা কি আহলুস সুন্নাহ? - PDF

বাংলা বই আশআরীরা কি আহলুস সুন্নাহ? - PDF ড. ফালাহ বিন ইসমাঈল মানদেকার

প্রিয় প্রকাশক, আমরা নিজেরা কখনোই বই স্ক্যান করে PDF বানাই না এবং কাউকে এমনটা করতেও বলি না। PDF টি ইন্টারনেট থেকে সংগ্রহীত ফোরাম থেকে বইটির PDF রিমুভ করতে ইমেইল করুন [email protected]

আশআরীরা কি আহলুস সুন্নাহ? - PDF
‘আশ’আরী ও মাতুরিদী মতবাদের লোকেরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামা’আতের অন্তর্ভুক্ত?’এই গ্রন্থটি বুঝতে হলে প্রথমেই কিছু মৌলিক জ্ঞান থাকা অবশ্যক। আমি মনে করি, পাঠকের আশ’আরী মতবাদ সম্পর্কে প্রাথমিক শিক্ষা অর্জন করা উচিত যেমন:- তাদের মধ্যে কি কি ঘটেছে, তাদের বড় বড় জ্ঞানী কারা রয়েছে, যারা আশ’আরী মতবাদকে প্রচার- প্রসার করেছেন তাদের আসল পরিচয় কী? বিভিন্ন সময় তাদের উল্লেখযোগ্য কর্মকাণ্ড, বিশেষ করে আসমাউস সিফাতের অধ্যায়ে তাদের মূলনীতিগুলো কি? এজন্য আমরা সংক্ষিপ্ত পরিসরে আশবারী মতবাদের ইতিহাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশ’আরী মতবাদকে সম্পৃক্ত করা হয়ে থাকে ইমাম আবুল হাসান আল- আশ’আরী রাহিমাহুল্লাহ’র দিকে। তবে দুঃখজনক বিষয় হলো, বর্তমানে যারা নিজেদেরকে আশ’আরী মতবাদের অনুসারী দাবী করে থাকেন, তারা আসলেই ইমাম আবুল হাসান আল- রাহিমাহুল্লাহ’র আকীদাহ এবং মানহাজ থেকে বহু দূরে অবস্থান করছেন।
Purchase Link
Click Here to BUY NOW!

বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।

Latest reviews

  • Ikhtiar
  • 5.00 star(s)
  • Version: ড. ফালাহ বিন ইসমাঈল মানদেকার
সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার জন্য।সালাত ও সালাম অবতীর্ণ হোক খাতামুন নাবিয়্যিন,সাইয়্যেদুল মুরসালিন, রাহমাতাল্লিল আ'লামিন মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এর উপর।যারা সহজ সরল রাস্তা ছেড়ে ভিন্ন পথে যায় তারা কখনোই হেদায়াতের উপর অটল থাকতে পারে না।আশআরী-মাতুরিদী আকিদার অনুসারীরা মনে করে তারা সিরাতুল মুস্তাকীমের উপর আছে।অথচ এটা তাদের ধারনা মাত্র।যারা সাহাবায়ে কেরামের(রাঃ) আকিদা,তাবেইন গনের আকিদা,চার ইমাম সহ মুহাদ্দিসগণের আকিদা ছেড়ে অন্য আকিদার পিছনে,কালাম শাস্ত্রের পিছে ছুটেছে তারাই পথভ্রষ্ট হয়েছে।মহান আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এর আকিদার উপর অটল রাখুন।আমিন
খুবই তথ্য বহুল বই। এই বইটি পড়ে আমি অনেকে কিছুই জানতে পেরেছি।
Top