- Publisher
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
আমাদের দেশে মুসলিম বলে দাবীদার কোন পরিবারকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে দেখা যাবে যে, কেউ তো কলেমাই জানে না। কেউ বা তার অর্থ জানে না। কেউ নবীকে চিনে না। কেউ নামায পড়ে না। কেউ বা পড়লে ‘আত্তাহিয়্যাতু' জানে না। কাউকে সূরা ফাতেহা পড়তে বললে, পড়তে শুরু করে, 'আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন, আর-রহমানির রহীম, মাঝে ফাঁকে বাদ দিয়ে অলাযযাল্লীন। আমীন।' আর এর অর্থই হল দ্বীনের প্রতি অবহেলা।
আর এই অবহেলার একটা কারণ হল প্রতিকূল পরিবেশ আমাদের পরিবেশকে ঘিরে রয়েছে ধর্মনাশা ও সর্বনাশা রাজনীতি। বিভিন্ন প্রচার- মাধ্যম ও মডেল ফ্যাশনের সাহায্যে সমাজকে যৌন-সুখের ভোগ দাও, যৌন-চেতনা প্রখর থেকে প্রখরতর কর। মানুষ কাজ করে খাক্ ; যার কাজ নেই তার রুটী নেই। সকলের ঘরে-ঘরে সুলভমূল্যে বিনোদন-যন্ত্র ঢুকিয়ে দাও, যাতে কাজের শেষে ঘরে ফিরলে তার মন যেন নেচে ওঠে। তাহলেই রুজী-রুটী, যৌন ও বিনোদন-চিন্তায় সে আর ধর্ম-চিন্তা করার সুযোগ পাবে না। মসজিদের মোকাবেলা কর বিভিন্ন বিনোদন কেন্দ্র, থিয়েটার, সিনেমা হল ও রঙমহল প্রতিষ্ঠার মাধ্যমে। ধর্মীয় পত্নীর মোকাবেলায় নানা প্রকার উপপত্নী-ভোগের সুযোগ বৃদ্ধি কর। আকীদার মোকাবেলা কর চিন্তা ও বাক্স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতার নীতি দ্বারা।
আর এই অবহেলার একটা কারণ হল প্রতিকূল পরিবেশ আমাদের পরিবেশকে ঘিরে রয়েছে ধর্মনাশা ও সর্বনাশা রাজনীতি। বিভিন্ন প্রচার- মাধ্যম ও মডেল ফ্যাশনের সাহায্যে সমাজকে যৌন-সুখের ভোগ দাও, যৌন-চেতনা প্রখর থেকে প্রখরতর কর। মানুষ কাজ করে খাক্ ; যার কাজ নেই তার রুটী নেই। সকলের ঘরে-ঘরে সুলভমূল্যে বিনোদন-যন্ত্র ঢুকিয়ে দাও, যাতে কাজের শেষে ঘরে ফিরলে তার মন যেন নেচে ওঠে। তাহলেই রুজী-রুটী, যৌন ও বিনোদন-চিন্তায় সে আর ধর্ম-চিন্তা করার সুযোগ পাবে না। মসজিদের মোকাবেলা কর বিভিন্ন বিনোদন কেন্দ্র, থিয়েটার, সিনেমা হল ও রঙমহল প্রতিষ্ঠার মাধ্যমে। ধর্মীয় পত্নীর মোকাবেলায় নানা প্রকার উপপত্নী-ভোগের সুযোগ বৃদ্ধি কর। আকীদার মোকাবেলা কর চিন্তা ও বাক্স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতার নীতি দ্বারা।
- Purchase Link
- Click Here to BUY NOW!
বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।