আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে তবে যে অস্বীকার করবে সে ব্যতীত সাহাবীরা জিজ্ঞেস করল হে আল্লাহর রাসূল কে অস্বীকার করবে । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আমার অবাধ্য হবে সেই জান্নাতে যেতে অস্বীকার করবে। (সহীহুল বুখারী তাওহীদ প্রকাশনী 7280)