আমি সমাজের লোকজনের ভুলভাল বোঝানোর কারনে ইসলামকে আমার জীবনের ১৬ বছর বয়স অব্ধি সেইভাবে খুব একটা পছন্দও করতাম না। যেমন- এই মেয়েদেরকে বঞ্চিত মত করে সবসময় ইসলামকে কিছু মানুষের ভুল বোঝানো, আর সেইগুলোকেই সত্যি ভেবে। পরে আমি যখন নিজে ইসলামের ব্যাখাগুলো বাংলাতে পড়ি, তখন আমি ইসলামের প্রেমে পড়ে যাই। আর তারপর থেকেই ইসলাম মানার প্রতি আমার মন নরম আর বিনয়ী হয়ে যায়।
আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ!