- Publisher
- তাওহীদ পাবলিকেশন্স
শবে বরাতের শাব্দিক তাৎপর্য : 'আরাবী শা'বান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রিটিকে শবে বরাত বলা হয় । 'আরাবীতে লায়লাতুল বারাআত্ ও লায়লাতুন নিছফ্ মিন শা'বান বলা হয় । ভারতবর্ষে শবে বরাত নামেই পরিচিত ও প্রসিদ্ধ। নামটি একটি ফারসী ও একটি 'আরাবী শব্দের সমন্বয়ে গঠিত। শব শব্দটি ফারসী। যার অর্থ রাত। বারাআত শব্দটি 'আরাবী। যার অর্থ বিচ্ছেদ বা মুক্তি। বাংলাভাষী মুসলিমগণের নিকট ভাগ্য রজনী নামে সুপ্রসিদ্ধ ।
শারী'আতে ইসলামিয়াহর এই রাতটির ভিত্তি : শারী'আতে ইসলামিয়ায় শা'বান মাসের বিশেষ ফযীলত রয়েছে, এতে কারো দ্বিমত নেই। রাছুল (ছল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর বিভিন্ন হাদীছের মাধ্যমে এই মাসটির ফযীলত সাব্যস্ত হয়েছে।
একটি হাদীছে এসেছে : যখন রাজাব মাস উপস্থিত হতো তখন নবী (ছল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) এই দু'আ পড়তেন “আল্লাহুম্মা বারিক লানা ফী শাহরাই রজাবা ওয়া শা'বানা ওয়া বাল্লিগনা রমাযানা” অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে বরকত দান কর দু'টি মাস রাজাব ও শা'বানে এবং রমাযান মাস পর্যন্ত পৌঁছাও। এই হাদীছটিতে যেমন শা'বানের ফযীলত সাব্যস্ত হয়েছে তেমনি রাজাবেরও।
ইমাম ইবনু তাইমিয়াহ বলেন : এই একটিই ছহীহ হাদীছ- যার মাধ্যমে রাজাব মাসের ফযীলত সাব্যস্ত হয়। এই হাদীছটি ব্যতীত আর যত হাদীছ রাজাবের ফযীলতের উপর বর্ণনা করা হয় সবগুলিই জাল বানোয়াট। দেখুন- ইতিয়া উছছিরাতিল মুসতাক্বীম, দারুল মা'রিফাহ, বৈরুত, মুহাম্মাদ হামেদ ফাকী কর্তৃক গবেষণাকৃত ৩০১ পূঃ ।
শারী'আতে ইসলামিয়াহর এই রাতটির ভিত্তি : শারী'আতে ইসলামিয়ায় শা'বান মাসের বিশেষ ফযীলত রয়েছে, এতে কারো দ্বিমত নেই। রাছুল (ছল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর বিভিন্ন হাদীছের মাধ্যমে এই মাসটির ফযীলত সাব্যস্ত হয়েছে।
একটি হাদীছে এসেছে : যখন রাজাব মাস উপস্থিত হতো তখন নবী (ছল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) এই দু'আ পড়তেন “আল্লাহুম্মা বারিক লানা ফী শাহরাই রজাবা ওয়া শা'বানা ওয়া বাল্লিগনা রমাযানা” অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে বরকত দান কর দু'টি মাস রাজাব ও শা'বানে এবং রমাযান মাস পর্যন্ত পৌঁছাও। এই হাদীছটিতে যেমন শা'বানের ফযীলত সাব্যস্ত হয়েছে তেমনি রাজাবেরও।
ইমাম ইবনু তাইমিয়াহ বলেন : এই একটিই ছহীহ হাদীছ- যার মাধ্যমে রাজাব মাসের ফযীলত সাব্যস্ত হয়। এই হাদীছটি ব্যতীত আর যত হাদীছ রাজাবের ফযীলতের উপর বর্ণনা করা হয় সবগুলিই জাল বানোয়াট। দেখুন- ইতিয়া উছছিরাতিল মুসতাক্বীম, দারুল মা'রিফাহ, বৈরুত, মুহাম্মাদ হামেদ ফাকী কর্তৃক গবেষণাকৃত ৩০১ পূঃ ।
- Purchase Link
- Click Here to BUY NOW!
বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।