“যখন তুমি গভীর অন্ধকারে একা থাক বা তোমাকে কেউ দেখে না। আর তোমার অন্তর তোমাকে খারাপ কাজের প্রতি আহবান করে, তখন তুমি তোমার প্রভুর দৃষ্টির প্রতি মনোযোগ দাও আর তুমি তোমার আত্মাকে বল, যে সত্ত্বা অন্ধকারকে সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই আমাকে দেখছেন”। [নাওনিয়াতুল কাহতানি : ২৫]ইমাম শাফেঈ রহ. বলেন- “তুমি যখন একা থাক তখন তুমি এ কথা বল না, আমি একা, আমাকে কেউ দেখছে না। বরং তুমি বল, অবশ্যই আমার উপর পাহারাদার নিযুক্ত আছে। আর তুমি এ কথা মনে করো না যে, আল্লাহ ক্ষণিকের জন্যও বেখবর, কিংবা তুমি যা তার কাছে গোপন রাখ তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গায়েব থাকবে”। [শুয়াবুল ইমান : ৫/৪৬১]আসক্তি কী? আসক্তিকে কেন সৃষ্টি করা হয়েছে? আসক্তিতে জড়িয়ে পড়ার কারণগুলো কী? আসক্তি থেকে পরিত্রাণের উপায় কী? আসক্তি নিয়ে জানা অজানা ইত্যাদি বিষয়ের ওপর বক্ষ্যমাণ গ্রন্থটি রচিত।
- Purchase Link
- Click Here to BUY NOW!
বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।