‘জুমু‘আহ মুবারক’ বলার প্রমাণে কোন দলীল পাওয়া যায় না। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, ইমামগণ এবং এমনকি মুহাক্বিক্ব কোন বিদ্বান বলেছেন মর্মে তথ্য পাওয়া যায় না। এটা পরবর্তীতে সৃষ্টি হয়েছে। কেউ যদি ফযীলত বা নেকী পাওয়ার আশায় ব্যবহার করে তাহলে বিদ‘আত হবে (সহীহ বুখারী, হা/২৬৯৭)।
হাদীসে জুমু‘আর দিনকে ঈদের দিন বলা হয়েছে (মুওয়াত্ত্ব মালেক হা/২১৩, সনদ সহীহ, সহীহুল জামে‘ হা/২২৫৮; মিশকাত হা/১৩৯৮)।
হাদীসে জুমু‘আর দিনকে ঈদের দিন বলা হয়েছে (মুওয়াত্ত্ব মালেক হা/২১৩, সনদ সহীহ, সহীহুল জামে‘ হা/২২৫৮; মিশকাত হা/১৩৯৮)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: