১. আবু আব্দুল্লাহ বাজী আল-যাহেদ (রহঃ) বলেন, ‘আমলের পরিপূর্ণতার ক্ষেত্রে পাঁচটি বিষয় যরূরী- ক. মহান আল্লাহকে জানা খ. সত্যটা জানা গ. ইখলাছ তথা আমলের পরিশুদ্ধিতা ঘ. সুন্নাহ মোতাবেক আমল করা এবং ঙ. হালাল রূযী ভক্ষণ করা’।
[জামেঊল উলূম ওয়াল হিকাম ১১১ পৃ.]
২. সাঈদ ইবনু যুবাইর এবং যাহ্হাক (রহঃ) বলেন, মহান আল্লাহ বলেন, ‘পবিত্র খাবার খাও অর্থাৎ হালাল রূযী খাও’।
[তাফসীরে ইবনে কাছীর ৩/২৪৭ পৃ.]
৩. তাফসীরে ইবনে কাছীর প্রণেতা বলেন, বান্দার দো‘আ এবং ইবাদত কবুলের পূর্ব শর্ত হ’ল হালাল রূযী ভক্ষণ এবং হারাম খেয়ে কখনো দো‘আ ও ইবাদত মহান আল্লাহর নিকট গৃহীত হবে না’ ।
[তাফসীরে ইবনে কাছীর ১/২০৬ পৃ.]
[জামেঊল উলূম ওয়াল হিকাম ১১১ পৃ.]
২. সাঈদ ইবনু যুবাইর এবং যাহ্হাক (রহঃ) বলেন, মহান আল্লাহ বলেন, ‘পবিত্র খাবার খাও অর্থাৎ হালাল রূযী খাও’।
[তাফসীরে ইবনে কাছীর ৩/২৪৭ পৃ.]
৩. তাফসীরে ইবনে কাছীর প্রণেতা বলেন, বান্দার দো‘আ এবং ইবাদত কবুলের পূর্ব শর্ত হ’ল হালাল রূযী ভক্ষণ এবং হারাম খেয়ে কখনো দো‘আ ও ইবাদত মহান আল্লাহর নিকট গৃহীত হবে না’ ।
[তাফসীরে ইবনে কাছীর ১/২০৬ পৃ.]