ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ তার কোনো একটা কবিতায় এই বিষয়টি উল্লেখ করেছেন:
"আমি ওয়াকি'ঈ এর কাছে আমার দুর্বল স্মৃতিশক্তির ব্যাপারে অভিযোগ করলাম। সুতরাং তিনি আমাকে পাপকাজ ছেড়ে দিতে বললেন। আরও বললেন, "জেনে রাখো, জ্ঞান হলো আলো (নূর) এবং আল্লাহ প্রদত্ত আলো কোনো পাপীর উপর বর্ষিত হয় না।"
- ইবনুল কায়্যিমের আল জাওয়াবুল কাফি- র ১ম খণ্ডের ৫২ পৃষ্ঠায় এই বর্ণনাটির উল্লেখ আছে।
"আমি ওয়াকি'ঈ এর কাছে আমার দুর্বল স্মৃতিশক্তির ব্যাপারে অভিযোগ করলাম। সুতরাং তিনি আমাকে পাপকাজ ছেড়ে দিতে বললেন। আরও বললেন, "জেনে রাখো, জ্ঞান হলো আলো (নূর) এবং আল্লাহ প্রদত্ত আলো কোনো পাপীর উপর বর্ষিত হয় না।"
- ইবনুল কায়্যিমের আল জাওয়াবুল কাফি- র ১ম খণ্ডের ৫২ পৃষ্ঠায় এই বর্ণনাটির উল্লেখ আছে।